1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

হাজার রানের মাইলফলক পেরিয়ে এনামুল হক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক : ৬৯ রানে ব্যাটিং করছিলেন এনামুল হক বিজয়। রূপগঞ্জ ক্রিকেটার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কভারে পাঠিয়ে ১ রান নিলেন প্রাইম ব্যাংকের ওপেনার। প্রান্ত বদলের আগেই দুই হাত উপরে তুলে উদযাপন শুরু। ৭০ রানেই উদযাপন?

কেন হবে না! ঢাকা প্রিমিয়ার লিগের এই আসরে ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন। ৭০ রান করলেই এনামুল ছুঁয়ে ফেলবেন হাজার রানের মাইলফলক। এই কথা কে না জানত? ৭০ রানে পৌঁছা মাত্রই তাই বিকেএসপি মেতে উঠল তার কীর্তিতে।

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন ডানহাতি ওপেনার। তাইতো প্রাপ্তির আনন্দটাও ছিল বাঁধনহারা। হেলমেটের ভেতর থেকে তার মুখ ভর্তি চওড়া হাসি বোঝা যাচ্ছিল। প্রান্ত বদল শেষে মুষ্টিবদ্ধ হাত দিয়ে শূন্যে ঘুষি ছুড়ছিলেন।

এরপর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন। সতীর্থ তামিম তাকে জড়িয়ে ধরে জানালেন অভিনন্দন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে সতীর্থ, কোচ, ট্রেনাররা করতালিতে অভিনন্দন জানালেন এনামুলকে। শুধু তারাই নয়, বিকেএসপির ৩ নম্বর মাঠে তখন করতালিতে মুখরিত। পাশে থাকা রূপগঞ্জের ক্রিকেটার ফজলে রাব্বী এগিয়ে এসে তাকে অভিবাদন জানান।

এনামুলের ব্যাটে শুরু থেকেই রানের ফোয়ারা। সুপার লিগের আগেই ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে ও ৯৭.৯৮ স্ট্রাইক রেটে রান করেছিলেন ৭২৮।

সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ২০১৯ সালে সাইফ হাসান ৮১৪ রান করেছিলেন ১৬ ইনিংসে। আজ এনামুল ছাড়িয়ে গেছেন নিজেকে। গড়েছেন নতুন কীর্তি।

ঢাকা লিগ লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ার আগে গাজী আশরাফ হোসেন লিপু, স্টিভ টিকোলোদের সহস্রাধিক রানের রেকর্ড ছিল। তবে সঙ্গত কারণেই তা রেকর্ডবুকে নেই। ১৯৮৪-১৯৮৫ সৌমুমে আবাহনীর অধিনায়ক লিপু প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক লিগে হাজার রান করার কৃতিত্ব দেখান। ২০০১ সালে মোহামেডানের হয়ে টিকোলো ১৬ ইনিংসে ১২২৭ রান করেছিলেন। দুই কিংবদন্তির পর এনামুল হক আজ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন। ১০৪২ রান করা ব্যাটসম্যান নিজেকে কোথায় রাখেন, সেটাই দেখার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com