ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি আইনের মাধ্যমেই হতে হবে বলে মন্তব্য করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছে, ‘আদালতের বাইরে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই।’ সোমবার (০৯ মার্চ) আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে হজ বুথ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আইনের বাইরে সরকারের কিছুই করার নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার সাময়িক মুক্তির আবেদন অভিমতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি নিয়ে আবেদন জমা পড়েছে। সাময়িক মুক্তির আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে ওই মন্ত্রণালয় এ বিষয়ে ভালো বলতে পারবে। তবে আমি এতটুকু বলতে পারি, খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে হবে। কেননা সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। আদালতই তার মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারেন।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন তিনি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।