স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে ডিফেন্ডার জোয়াও কানসেলো ও উইঙ্গার গনসালো গুয়েদেসের গোল। তাতে উয়েফা নেশনস লিগে পর্তুগাল ২-০ তে হারালো চেক রিপাবলিককে।
২০১৯ সালের চ্যাম্পিয়নরা ৩৩ মিনিটে এগিয়ে যায় কানসেলোর কঠিন গোলে। ডানপ্রান্ত দিয়ে বল পেয়ে আড়াআড়ি শটে চেক গোলকিপার জিনড্রিখ স্টানেককে পরাস্ত করেন তিনি। গুয়েদেস ব্যবধান দ্বিগুণ করেন ৩৮ মিনিটে। ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড কানসেলোর মতো একই জায়গা থেকে লক্ষ্যভেদ করেন।
লিগ এ গ্রুপ-২ এ তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পর্তুগাল। রোববার তারা সুইজারল্যান্ডে খেলবে। আগের দেখায় যে দলকে ৪-০ গোলে হারিয়েছিল পর্তুগিজরা।
কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘আমরা গ্রুপের প্রথম এবং এখানে থাকা সবসময় দারুণ। আমরা চমৎকার অবস্থানে, কিন্তু প্রতিপক্ষরা বাধা হয়ে দাঁড়াবে। তারাও জিততে চায়। আমাদের হাতে এখনও তিন ম্যাচ বাকি।’
গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ১৩ মিনিটে একমাত্র গোল করেন পাবলো সারাবিয়া। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্প্যানিশরা।