স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে লাস ভেগাসে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা চলছিল সেখানকার এক আদালতে। নেভাডার ওই নারী হেরে গেছেন এই লড়াইয়ে। পর্তুগিজ সুপারস্টারকে এই মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওই আদালতের বিচারক জেনিফার ডোরসি এই মামলা খারিজ করার পাশাপাশি ওই নারীর আইনজীবী লেসসি মার্ক স্টোভালকে শাস্তির নির্দেশ দিয়েছেন। ক্যাথরিন মায়োরগা নামের ওই নারী ভুয়া কাগজত্র দেখিয়ে রোনালদোকে দোষী প্রমাণ করতে চেয়েছিলেন বলে আদালত জানান।
৪২ পৃষ্ঠার ওই রায়ে বলা হয়েছে, পরবর্তীতে ওই নারী আর কোনো মামলা করতে পারবেন না রোনালদোর বিরুদ্ধে। স্টোভালের কারণে ম্যানইউ তারকা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও আদালত জানান।
রোনালদোর আইনজীবীরা রোনালদো ও মায়োরগার মধ্যে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেননি। তবে সবকিছুই হয়েছে পারস্পরিক সম্মতিতে। পরের বছর এটিকে ধর্ষণ বলে মামলার হুমকি দেন ওই নারী। সমঝোতা করতে তখন চার লাখ মার্কিন ডলার তাকে দিয়েছিলেন রোনালদো। কিন্তু ২০১৮ সালে আবারও ওই নারী আইনি লড়াইয়ে যান, যার ইতি ঘটলো সবশেষ রায়ে।