স্পোর্টস ডেস্ক : শেষ পেনাল্টি সেভ করলেন বদলি গোলকিপার অ্যান্ড্রু রেডমেনে। তাতে উল্লাসে ফেটে পড়লো সকারুরা। সোমবার আন্তঃমহাদেশীয় প্লে অফে অতিরিক্ত সময়ের পরও স্কোর গোলশূন্য, পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটলো অস্ট্রেলিয়া।
গোল লাইনে দাঁড়িয়ে নাচলেন রেডমেনে। তারপর ডানদিকে ঝাঁপিয়ে অ্যালেক্স ভ্যালেরার কিক থামিয়ে দিলেন। আহমাদ বিন আলী স্টেডিয়ামে উচ্ছ্বাসে ভাসলো অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে রেডমেনেকে বদলি মাঠে নামানো হয় এবং তার বীরত্বে ম্যাচ জিতে গেলো অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের কিকারের মনোযোগে ব্যঘাত ঘটাতে নাচলেন তিনি। মনে করিয়ে দিলেন ১৯৮৪ সালের ইউরোপিয়ান কাপ জেতানো লিভারপুলের ব্রুস গ্রোবেলারকে।
শুটআউটে লুইস আদভিনুকলার একটি শট পোস্টে লাগে, পরে ভ্যালেরার প্রচেষ্টা ব্যর্থ করেন অস্ট্রেলিয়ার বদলি গোলকিপার। এ নিয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছে সকারুরা।
অস্ট্রেলিয়া খেলবে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়ার সঙ্গে। প্রথম ম্যাচ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড বলেছেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। তারা যেভাবে লেগে ছিল এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে তা চমৎকার।’
রেডমেনেকে শুটআউটের জন্য আনা প্রসঙ্গে আর্নল্ড বললেন, ‘সে খুব ভালো পেনাল্টি সেভার এবং আমি এমন কিছু করেছি যেটা তাদের মানসিকভাবে প্রভাব ফেলে। তারা সম্ভবত নিজেদের প্রশ্ন করছিল, কেন এই গোলকিপারকে আনা হলো, নিশ্চয় সে ভালো। সম্ভবত এই কারণে তারা পোস্টে আঘাত করলো। পেরুর পেনাল্টি টেকারদের বিপদে ফেলতে এক শতাংশ মানসিক প্রচেষ্টা ছিল এটি। ঝুঁকি ছিল কিন্তু কাজ করেছে।’
মঙ্গলবার রাতে বিশ্বকাপের ৩২তম দল চূড়ান্ত হবে। শেষ প্লে অফে কোস্টারিকা ও নিউ জিল্যান্ড মুখোমুখি হচ্ছে।