1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

জয়ের পর ভয় ধরিয়ে শূন্য রানে ফিরলেন শান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কেমার রোচের করা ইনিংসের দ্বিতীয় বলেই আউট মাহমুদুল হাসান জয়। এক ওভার পর রোচের শিকার নাজমুল হোসেন শান্ত। তিনিও ফিরলেন শূন্য রানে।

বাংলাদেশ: ১৬/৩ (৫.২ ওভার)

একাদশে মোস্তাফিজ-সোহান, ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১৬) রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। একাদশে এসেছে মোস্তাফিজুর রহমান। তার সঙ্গী খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। স্পিনে সাকিব আল হাসানের সঙ্গী মেহেদি হাসান মিরাজ। মুশফিকুর রহিমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। সবশেষ খেলা টেস্ট একাদশ থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্র্যাথওয়েট, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, রেমন রেইফার, জেইডেন সিলস, কেমার রোচ।

খেলা দেখা যাবে ২ ডলারে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগ মুহূর্তেও সম্প্রচার নিয়ে জটিলতা কাটেনি। কোনো চ্যানেলে খেলা দেখানো হচ্ছে না। তবে বিকল্প উপায়ও আছে খেলা দেখার। এ জন্য খরচ করতে হবে গাঁটের পয়সা।
বিশ্বের বিভিন্ন দেশের খেলা দেখায় আইসিসির ডিজিটাল মিডিয়া তথা আইসিসি টিভি। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের খেলাও এর বাইরে নয়। পুরো সফরের দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দেখা যাবে মাত্র ২ ডলারে।

২০০৯ এর স্মৃতি বাইশে ফেরাতে পারবেন সাকিব?

ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ১৮ ম্যাচে জয় মাত্র ৪টিতে। আর তাদের মাটিতে ৭টি খেলে জয় ২টিতে। সেই জয় এসেছে ২০০৯ সালে। সবশেষ তিনটি সিরিজের বাংলাদেশ জিতেছে একটি সিরিজ, তাও দেশের মাটিতে। আর সবশেষ সফরে দুই টেস্টেই হার, একটিতে ইনিংসসহ। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় আছে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার বাজে রেকর্ডও।

অধিনায়ক সাকিবের তৃতীয় যাত্রা

বছরের শুরুতে নিউ জিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ভালো কিছুর আভাস দিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু সময়ের সঙ্গে মুমিনুল যেন মাঝসমুদ্রের দিশেহারা নাবিক। তার পারফরম্যান্সের সঙ্গে দলের অবস্থাও নামতে থাকে তলানিতে। রানে ফিরতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মুমিনুল। নেতৃত্বের ভার কাঁধে নেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ক্যাপ্টেন হিসেবে সাকিবের তৃতীয় যাত্রা শুরু হতে যাচ্চে আজ থেকে। শুধু তাই নয় অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম এবং দ্বিতীয় যাত্রাও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম যাত্রায় তাদের মাটিতে সিরিজ জিতে শুভ সূচনা করেছিলেন সাকিব। ২০০৯ সালে জেতা সেই সিরিজই একমাত্র জয় তাদের মাটিতে। দ্বিতীয় যাত্রার শুরুটা হয়তো ভুলে যেতে চাইবেন আর আর তৃতীয় ও সম্ভবত শেষবারের মতো নেতৃত্বটা রাঙাতে চাইবেন নিশ্চই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com