1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের জয় আটকাতে পারল না বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জুলাই, ২০২২

স্পোর্টস ডেস্ক : উন্নতির ছাপ স্পষ্ট৷ এবার হারার আগে হারল না বাংলাদেশ। আগের ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটে-বলে সমানতালে লড়াই করলেন মাহমুদউল্লাহরা। তারপরও ওয়েস্ট ইন্ডিজের জয় আটকাতে পারেনি বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ৷

সিরিজে প্রথমবারের মতো টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অনেকটা নিজেদের মন মতো উইকেট পেয়ে রান পেলেন ব্যাটসম্যানরা৷ ২০ ওভার শেষে দলের রান ৫ উইকেট ১৬৩৷ জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়৷ কিন্তু সেই বিপর্যয় সামলে কাইল মায়ার্সের ফিফটি ও নিকোলাস পুরানের ঝড়ো ইনিংসে ম্যাচটা ১০ বল বাগিয়ে নেয় স্বাগতিকরা।

ব্যাটিংয়ে বাংলাদেশ ছক কাটা পরিকল্পনায় সফল। ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহ ১৬০-১৭০ রানের সমাধান দিয়েছিলেন এভাবে, ইনিংসের শুরুতে একটা ক্যামিও ইনিংস, মাঝে ইনিংস মেরামত করা বড় ইনিংস। শেষে ছোট আরেকটি ঝড়।’

অধিনায়কের চাওয়া মতোই সব হলো গায়ানার ২২ গজে৷ শুরুতে লিটনের ৪১ বলে ৪৯, মাঝে আফিফের ৩৮ বলে ৫০ এবং শেষে মোসাদ্দেকের ৬ বলে ১০ রান বাংলাদেশকে লড়াকু্ পুঁজি দেয়। তবে মাহমুদউল্লাহর ২০ বলে ২২ রানের ইনিংস যথেষ্ট বিরক্তিও ধরায়। ২ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি আরেকটু গতি পেলে দলের জন্যই ভালো হতো।

ওপেনিং বাংলাদেশের মাথা ব্যথার কারণ। সেই ওপেনিং জুটি গায়ানায় ফেরায় স্বস্তি। ১১ ম্যাচ পর এই ফরম্যাটে বাংলাদেশের উদ্বোধনী জুটির রান ত্রিশের ঘর পেরিয়ে যায়। এনামুল (১০) দলীয় ৩৫ রানে আউট হলে ভাঙে এ জুটি। সাকিব প্রথম বলে কাট করে চার পেলেও ইনিংস বড় করতে পারেননি।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন লিটন ও আফিফ। প্রতি আক্রমণে তাদের ৪৪ বলে ৫৭ রানের জুটি বাংলাদেশকে বড় আশা দেখায়। উইকেটের চারিপাশে বাউন্ডারি তোলার পাশাপাশি দুজনের রানিং বিটুইন দ্য উইকেটও ছিল দারুণ।

ওডেন স্মিথের করা ১২তম ওভার বাংলাদেশের জন্য পয়মন্ত। লিটন কাভার দিয়ে মন জুড়ানো ছক্কা মারার পর আফিফ লং অন দিয়ে বল সীমানার বাইরে পাঠান। সব মিলিয়ে বাংলাদেশ ২০ রান পায় ওই  ওভার থেকে।  তবে লিটনকে পরের ওভারে ফিরতে হয় একরাশ হতাশা নিয়ে। ব্যক্তিগত ফিফটি থেকে মাত্র ১ রান দূরে তার ইনিংসটি শেষ হয়। ঝলমলে ইনিংসটি ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ছিল। তবে আফিফ ব্যক্তিগত দ্বিতীয় ফিফটি পেতে ভুল করেননি। ৩৮ বলে ২টি চার ও ছক্কায় ফিফটি ছোঁয়া বাঁহাতি ব্যাটসম্যান রান আউট হন ওই রানে।

শেষ দুই বলে মোসাদ্দেকের দুই চারে বাংলাদেশের রান ১৬০ এর ঘর পেরিয়ে যায়। একটু ধীর গতির উইকেট বিচারে এই রান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের স্পিন বিষে নীল হয়েছিল স্বাগতিকরাও। কিন্তু স্নায়ু স্থির রেখে দুইবারের বিশ্বকাপজয়ীরা ঠিকই শেষ হাসি হেসেছে।

লক্ষ্য তাড়ায় ৪৩ রান তুলতেই ৩ উইকেট হারায়- ওয়েস্ট ইন্ডিজ। নাসুম প্রথম ওভারে ব্রেন্ডন কিংকে ফেরান। ব্রুকসের উইকেট নেন মেহেদী। সাকিব নিজের বোলিংয়ে প্রথম বলেই পান স্মিথে উইকেট।

নতুন বলে শুরুতে ব্যাটসম্যানদের চাপে রাখার কাজটা ভালোভাবে করেছেন স্পিনাররা। প্রথমবারের মতো বাংলাদেশ শুরুতেই চার স্পিনারে আক্রমণে আনে। কিন্তু দুই পেসার মোস্তাফিজ ও শরিফুল এসেই তালগোল পাকিয়ে দেন। বিবর্ণ মোস্তাফিজ ২ ওভারে ২৭ ও শরিফুল এক ওভারেই ১২ রান দেন।

তাদের ওপর আক্রমণ চালিয়ে তৃতীয় উইকেটে ৫১ বলে ৮৫ রানের জুটি গড়েন মায়ার্স ও পুরান।  টেস্টের পর টি-টোয়েন্টিতেও আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম ফিফটি বাংলাদেশের বিপক্ষেই। ২ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৫৫ রান করে মায়ার্স বিদায় নিলেও পুরান জিতিয়ে মাঠ ছাড়েন। দুর্দান্ত ফর্মে থাকা এ ব্যাটসম্যান ৫টি করে চার ও ছক্কায়  ৭৪ রান করেন। ম্যাচ সেরার পুরস্কারটা ক্যারিবিয় অধিনায়কই পেয়েছেন।

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও  হার৷ ১০ জুলাই থেকে এ মাঠেই শুরু ওয়ানডে সিরিজ। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটে জয় পাবে তো বাংলাদেশ। সময়ের কাছে প্রশ্নটা তোলা থাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com