স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ে দোর্দন্ড প্রতাপ। বোলিং শতভাগ ছন্দময়। সঙ্গে নিখুঁত ফিল্ডিং। সব মিলিয়ে দারুণ এক টিম কম্বিনেশন। টি-টোয়েন্টি ম্যাচ জিততে আর কি দরকার!
বার্মিংহ্যামে আরেকটি দারুণ দিন কাটাল ভারত। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয়টিও জিতল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। যা ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয়।
টস হেরে ব্যাটিং করতে নেমে ভারত ৮ উইকেটে ১৭০ রান জমা করে। জবাবে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ১৭ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়। মাত্র ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ভুবনেশ্বর কুমার।
আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শুরুটা দুর্দান্ত করে ভারত। উদ্বোধনী জুটিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা চমক দেখায়। অধিনায়ক রোহিত আক্রমণাত্মক ব্যাটসম্যান রিশাভ পান্তকে নিয়ে ব্যাটিংয়ে নামেন। বিস্ফোরক ব্যাটিংয়ে ৪.৫ ওভারে ৪৯ রান তুলে নেয় তাদের জুটি। রোহিত বরাবরের মতো আগ্রাসী। ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩১ রান। পান্ত ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন।
এরপর শুরু হয় অভিষিক্ত রিচার্ড গ্লেসনের চমক। ৩৪ বছর ২১৯ দিনে অভিষিক্ত হওয়া ডানহাতি পেসার মাত্র ৪ বলের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন। প্রথমে তার শিকার রোহিত শর্মা। শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপর বিরাট কোহলি এলোমেলো শটে ১ রানে আউট হন। উইকেট রক্ষক ব্যাটসম্যান পান্তও বাটলারের হাতে ক্যাচ দেন। চতুর্থ বোলার হিসেবে ক্রিজে আসার পর গ্লেসনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৪ ওভারে ১ মেডেনে ১৫ রানে নেন ৩ উইকেট।
তবে ইংলিশদের সেরা বোলার ক্রিস জর্ডান। গ্লেসন টপ অর্ডার ভেঙে দেওয়ার পর জর্ডান গুড়িয়ে দেন মিডল ও লেট অর্ডার। সূর্যকুমার যাদব (১৫), হার্দিক পান্ডিয়া (১২), হার্শাল পাটেল (১২) ও ভুবনেশ্বর কুমারকে (১৩) ফেরান তিনি। তবে দেয়াল হয়ে দাঁড়িয়ে একাই লড়াই করে যান রবিন্দ্রর জাদেজা। ২৯ বলে ৫ চারে তার ৪৬ রানের ইনিংসে ভর করে ভারত ১৭০ রানের পুঁজি পায়।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ইংল্যান্ড। ভুবনেশ্বর কুমারের বলে স্লিপে ক্যাচ অনুশীলন করান জেসন রয়। এক ওভার পর তার শিকার ইংলিশ অধিনায়ক বাটলার। ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটের চুমু খেয়ে বল যায় উইকেটের পেছনে। ভারতীয়দের জোড়ালো আবেদনে আম্পায়ার সাড়া দেন।
দুই ওপেনারকে দ্রুত হারিয়ে প্রবল চাপে পড়া ইংল্যান্ড কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি। ৬০ রান তুলতেই তারা হারায় ৬ উইকেট। টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটসম্যান মালান ২৫ বলে ১৯ রান করেন। লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ১৫ রান। এছাড়া ব্রুক ৮ ও কুরান ২ রানে আউট হন।
মঈন আলী ও ডেভিড উইলি সপ্তম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন। কিন্তু এ জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে যায় ইংলিশদের লেট অর্ডার। মঈন সর্বোচ্চ ৩৫ রান করেন। উইলি অপরাজিত থাকেন ৩৩ রানে।
পেসার ভুবনেশ্বরের ৩ উইকেট বাদে ২টি করে উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল। ১টি করে উইকেট পান হার্দিক ও হার্শাল।