স্পোর্টস ডেস্ক : ডোপিং আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তি পেলেন বাংলাদেশের পেসার শহীদুল ইসলাম। ১০ মাস নিষিদ্ধ হলেন ২৭ বছর বয়সী পেসার।
বাংলাদেশের জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলেছেন শহীদুল। নিজের অপরাধ স্বীকার করায় সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য বহিষ্কৃত হলেন তিনি, যা কার্যকর হয়েছে ২৮ মে থেকে। বাংলাদেশের এই পেসার আবারও ক্রিকেট খেলা শুরু করতে পারবেন ২০২৩ সালের ২৮ মার্চ থেকে।
পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ হারের পথে তৃতীয় ও শেষ ম্যাচে খেলেছিলেন শহীদুল। নেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট। এছাড়া নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের দলেও ছিলেন তিনি। যদিও জায়গা হয়নি কোনো ম্যাচে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি দলে থাকলেও সাইড স্ট্রেইনে হয়নি খেলা।
শহীদুলের মূত্রের নমুনা পরীক্ষায় ওয়াডার নিষিদ্ধ বস্তু ক্লোমিফেনের উপস্থিতি পাওয়া গেছে। আইসিসির প্রতিযোগিতা বহির্ভূত টেস্টিং প্রোগ্রামের অংশ হিসেবে এই নমুনা দিয়েছিলেন তিনি।
নিষেধাজ্ঞা দেওয়ার সঙ্গে আইসিসি নিশ্চিত করেছে, ওষুধ আকারে এই নিষিদ্ধ বস্তু অনিচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করান শহীদুল। সাধারণত এটা থেরাপির জন্য চিকিৎসকরা ব্যবহারের পরামর্শ দেন। শহীদুলও জানিয়েছে, পারফরম্যান্স বর্ধক হিসেবে এটি ব্যবহার করেননি তিনি।