স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৭ রানে হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। লো স্কোরিং ম্যাচটিতে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ইনিংসের ১০ বল বাকি থাকতেই ৯৫ রানে গুটিয়ে যায় ডাচরা। অবশ্য ফাইনালে ওঠার মাধ্যমে দুই দলই পেয়ে গেছে চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।
ফাইনালে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সাবেক অধিনায়ক শন উইলিয়ামস। এছাড়া রেগিস চাকাভা ২৭ ও সিকান্দার রাজা করেন ১৯ রা। নেদারল্যান্ডসের পক্ষে চার ওভারে এক মেইডেনসহ মাত্র ১৮ রানে ৩ উইকেট নেন লোগান ডি বিক। বাস ডি লিডের শিকার ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই তেমন সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন মাত্র চারজন ব্যাটার। সর্বোচ্চ ২২ রান করেন স্টিফেন মাইবার্গ। সিকান্দার রাজা ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৮ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন। ওয়েসলে মাধভের নেন ২ উইকেট।
এই কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিশ্বকাপের প্রথম রাউন্ডে বি গ্রুপে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। যেখানে আগে থেকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। অন্যদিকে এ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া ও আরব আমিরাতের বিপক্ষে খেলবে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস।
প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুইটি করে মোট চার দল পাবে সুপার টুয়েলভের টিকিট। র্যাংকিংয়ের ভিত্তিতে আগে থেকেই সুপার টুয়েলভে অবস্থান করছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান।