স্পোর্টস ডেস্ক : জার্মানি ফুটবলে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেছেন জার্মান কিংবদন্তি উই সিলার। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেওয়া এই স্ট্রাইকারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
২১ বছরের কীর্তিমান ক্যারিয়ারে সিলার কেবল এক ক্লাবেই কাটিয়ে দিয়েছেন। ১৯৫২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত খেলেছেন কেবল হ্যামবুর্গের জার্সিতে।
সাবেক এই স্ট্রাইকার হ্যামবুর্গের হয়ে ৪৪৫ ম্যাচে ৫১৯ গোল করেছেন। জার্মান জাতীয় দলের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও দুর্দান্ত ছিলেন সিলার। পশ্চিম জার্মানির হয়ে ৭২ ম্যাচে ৪৩ বার গোল করেছেন এবং খেলেছেন চারটি বিশ্বকাপে।
সিলারের নেতৃত্বে ১৯৬৬ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেছিল জার্মানরা। কিন্তু তার দেশ ৪-২ গোলে হেরে যায় ইংল্যান্ডের কাছে। জার্মানির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত সিলার বুন্দেসলিগায় হ্যামবুর্গের সর্বকালের শীর্ষ গোলদাতা। তার নামের পাশে গোলসংখ্যা ১৩৭।
মৃত্যুকালে সিলার রেখে গেছেন তার স্ত্রী ইলকা ও তিন মেয়েকে। তার নাতি লেভিন ওজতুনালি বর্তমানে খেলেন জার্মান শীর্ষ লিগের দল ইউনিয়ন বার্লিনে।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে সিলারকে শেষ শ্রদ্ধা জানান হ্যামবুর্গের বোর্ড সদস্য জোনাস বোল্ড, ‘আমরা তাকে কখনও ভুলবো না এবং সবসময় হৃদয়ে ধারণ করবো। একজন ভালো ব্যক্তির যে চরিত্র দরকার, তার সবই ছিল উই সিলারের- বিনয়ী, বিশ্বস্ততা এবং সবসময় যোগাযোগ করা যেতো তার সঙ্গে। তিনি এইচএসভির প্রতীক।’
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী ওলিভার কান সিলারের মৃত্যুকে ‘পুরো ফুটবল পরিবারের জন্য বেদনাদায়ক ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যখন আপনি জার্মান ফুটবল ও সেরা খেলোয়াড়দের কথা ভাববেন, তখন উই সিলারকে নিয়ে চিন্তা করবেন।’