স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতির সময়টা স্বপ্নের মতোই কাটছে ইংলিশ ক্লাব আর্সেনালের। টানা চতুর্থ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো তারা। সবশেষ ম্যাচে তারা হারালো ইংল্যান্ডের আরেক শক্তিশালী ক্লাব চেলসিকে। শুধু হারানো নয়, চেলসিকে রীতিমতো উড়িয়েই দিয়েছে গানাররা।
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পুরো ম্যাচে দাপট দেখিয়ে খেলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন গ্যাব্রিয়েল হেসুস, মার্টিন ওডেগার্ডরা। এর আগের তিন ম্যাচে নুর্নবাগ (৫-৩), এভারটন (২-০) ও ওরলান্ড সিটির (৩-১) বিপক্ষে জিতেছিল আর্সেনাল।
এবার ফ্লোরিডা কাপের ফাইনালে চেলসির বিপক্ষে দাপুটে ফুটবলই খেলেছে আর্সেনাল। ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটি থেকে এই মৌসুমেই দলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস। প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক ওডেগার্ডও।
পরে দ্বিতীয়ার্ধে ফিরে বুকায়ো সাকার গোলে ব্যবধান ৩-০ করে আর্সেনাল। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লক্ষ্যভেদ করে চেলসির জালে হালিপূরণ করেন অ্যালবার্ট সামবি লোকোঙ্গা। শেষ গোলটিতে চেলসি গোলরক্ষকের দায়ই ছিল বেশি।
আগামী ৩০ জুলাই এমিরেটস কাপের ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে আর্সেনাল। অন্যদিকে একইদিন পরপর দুই ম্যাচে হেরে যাওয়া চেলসি খেলবে ইতালিয়ান ক্লাব উদিনেসের বিপক্ষে।