স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আকাশে উড়ছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে ভারতকেও হারাবে আগাম ঘোষণাও দিয়ে রেখেছিল তারা। কিন্তু মাঠের ক্রিকেটে ভারতের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে।
হারারেতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে। ভারতের কাছে এটি তাদের টানা ১৩তম পরাজয়। আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত ৩০.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল ম্যাচ শেষ করে আসেন। দুজনই পাল্লা দিয়ে ব্যাটিং করে রান তুলেছেন। দুজনই পৌঁছান আশির ঘরে। ধাওয়ান ১১৩ বলে ৯ চারে ৮১ রান করেন। গিল আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে ৭২ বলে তোলেন ৮২ রান। ১০ চার ও ১ ছক্কা হাঁকান গিল। বাজে বোলিংয়ের দিনে ২৯ রান অতিরিক্ত দিয়েছে জিম্বাবুয়ে। যেখানে ওয়াইড বলই ছিল ২১টি।
এর আগে, স্বাগতিকদের ব্যাটিং ছিল একেবারেই বাজে। শুরু চার ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাজা করেন মাত্র ১২ রান। অধিনায়ক রেগিস চাকাবা করেন ৩৫ রান। এছাড়া লেট অর্ডারে ব্রাড ইভান্স ৩৩ ও রিচার্ড গাভারা ৩৪ রান করেন। তাতে দুইশর কাছাকাছি পুঁজি পায় জিম্বাবুয়ে। কিন্তু সেই রান সহজেই তাড়া করে ভারত।
ভারতের জয়ের নায়ক পেসার দীপক চাহার। ছয় মাস পর দলে ফিরে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ৫০ রানে এবং অক্ষর পাটেল ২৪ রানে ৩ উইকেট নেন। ১ উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ। শনিবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।