স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগে ৯ বছর পর ফের সম্পর্ক গড়তে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। দুই বছরের চুক্তি করেছেন তিনি সিডনি থান্ডারের সঙ্গে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট শেষে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিবেন পাঁচটি লিগ ম্যাচ খেলার জন্য। তারপর টেস্ট দলের সঙ্গে ভারতের উদ্দেশে রওনা হবে চার ম্যাচের সিরিজ খেলতে। সিডনির দলটি ফাইনাল পর্যন্ত গেলে আবার ফিরবেন ওয়ার্নার।
৩৫ বছর বয়সী ওপেনার ২০১৩ সালের ডিসেম্বরে শেষবার বিগ ব্যাশ লিগ খেলেছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের জন্য দেশটিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ বাতিলের পর ওয়ার্নার আমিরাত লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন। ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘরের ফ্র্যাঞ্চাইজি লিগকে বেছে নিলেন ওয়ার্নার। জানুয়ারিতে শুরু হবে বিগ ব্যাশ লিগের পরের আসর।
অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্তের পেছনে মেয়েদের কৃতিত্ব দিলেন ওয়ার্নার, ‘আমার মেয়েরা আমাকে বলেছে যে তারা আমাকে ঘরে ও বিবিএলে খেলতে দেখতে চায়। একটি পরিবার হিসেবে বিবিএলের অংশ হতে পারা হচ্ছে দারুণ এবং এটা এমন কিছু যা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে।’