স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে নিজেদের যেন খুঁজে ফিরছিল লিভারপুল। অবশেষে তারা জয়ের দেখা পেলো প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে। শনিবার অ্যানফিল্ডে ৯-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে বোর্নমাউথকে।
ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ের পর সোমবার ম্যানইউর কাছে হেরেছিল ২-১ গোলে। ১৬তম স্থানে থেকে ম্যাচ শুরু করা লিভারপুল ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা।
লুইজ দিয়াজ ও হার্ভি এলিয়টের গোলে ৬ মিনিটে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। বিরতির আগে এসেছে আরও তিন গোল। ২৮ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ৩১ মিনিটে রবার্তো ফিরমিনো ও ভার্জিল ফন ডাইক ৪৫ মিনিটে জালে বল জড়ান।
ফিরমিনো ও দিয়াজ পরের অর্ধে আরও একটি করে গোল করেন। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিস মেফাম আত্মঘাতী গোল করেন। ফ্যাবিও কারভালহো ৮০ মিনিটে করেন একটি গোল।
গোলের ব্যবধানে প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় জয়ের তালিকায় এটি যৌথভাবে প্রথম। এর আগে ইউনাইটেড ও লিস্টার সিটিও একই ব্যবধানে জিতেছিল।
ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আমাদের নিজেদের প্রমাণ করতে হতো। এই মৌসুমে এতদিন আমরা যেভাবে খেলেছি খুশি ছিলাম না। কিন্তু ওই সব ম্যাচে আমাদের ভালো মুহূর্ত ছিল।