স্পোর্টস ডেস্ক : মুজিব উর রহমান ও রশিদ খানের জাদুকরী স্পিনের পর নাজিবউল্লাহ জাদরানের বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশকে হারিয়ে সবার আগে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। জিততে ১২৮ রানের লক্ষ্যে নেমে আফগানিস্তান ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। সেখান থেকে নাজিবউল্লাহ মাত্র ১৭ বলে ১ চার ও ৬ ছয়ে ৪৩ রান করে দলকে উদ্ধার করেন। অন্য প্রান্তে ইব্রাহিম ৪২ রানে অপরাজিত ছিলেন।
জয়টা দুই জাদরানে ভর করে এলেও ভিত কিন্তু গড়ে দেন মুজিব ও রশিদ। দুজনে মিলে ৮ ওভার বল করে দেন মাত্র ৩৮ রান, ডট বল ২১টি এবং ইকোনমি রেট মাত্র ৪.৭৫। আর ছয়টি বড় উইকেট তো ছিলই। এই দুই স্পিনারে আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশ ৭ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি।
ম্যাচ শেষে মুজিব-রশিদকে কৃতিত্ব দিয়ে অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, ‘প্রত্যেকে জানে রশিদ ও মুজিব বিশ্বমানের স্পিনার, এ কারণে আমরা প্রথম ১০ ওভার ম্যাচে ছিলাম। শুরুতেই কয়েকটি উইকেট পেয়ে যাওয়ায় আমরা এগিয়ে ছিলাম। প্রত্যেকের জানা, ডেথে আমাদের পাওয়ার হিটাররা আছে। এ কারণে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম, শুরুতেই যেন উইকেট না হারাই এবং যেন আমাদের পাওয়ার হিটাররা ম্যাচ শেষ করতে পারে।’