1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

দুই হারে শুরুর পর টানা তৃতীয় জয় ইউনাইটেডের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে বিব্রতকর দুই পরাজয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। দুই হার দিয়ে শুরুর পর এবার টানা তৃতীয় জয় তুলে নিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে লিস্টার সিটির মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জেডন সানচো। এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই টানা তৃতীয় ম্যাচ শুরু করলো ইউনাইটেড।

নিজেদের ঘরের মাঠে ইউনাইটেডকে বেশ ভালোই চাপে রেখেছে লিস্টার। পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল লিস্টারের দখলে। গোলের জন্য তারা ১০টি শট করে, যেখানে লক্ষ্য বরাবর ছিল দুইটি। অন্যদিকে ইউনাইটেড নয়টি শটের দুইটি লক্ষ্যে রেখে একটি গোল পেয়ে যায়।

ম্যাচের একমাত্র গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি ইউনাইটেডকে। ধীর-লয়ে শুরু হওয়া ম্যাচের ২৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে পাওয়া বল ডি-বক্সে এগিয়ে দেন মার্কাস র‍্যাশফোর্ড। ছুটে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন সানচো।

এই এক গোলই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারণী। অনেক চেষ্টা করেও আর দ্বিতীয় গোল পায়নি ইউনাইটেড, লিস্টারও পারেনি ম্যাচে সমতা ফেরাতে। ম্যাচের ৬৮ মিনিটে সানচোর জায়গায় নামানো হয়েছিল রোনালদোকে। তবে গোল-অ্যাসিস্ট কিছুই করতে পারেননি।

লিস্টারকে হারিয়ে পাওয়া টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে এক ড্র ও চার পরাজয়ে সবার নিচে লিস্টার। শীর্ষে থাকা আর্সেনাল পাঁচ ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ১৫ পয়েন্ট অর্জন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com