বিনোদন ডেস্ক : সম্প্রতি পর্নোগ্রাফি মামলায় রেহাই চেয়ে আদালতে আবেদন করেছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এবার সেই আবেদনের পাল্টা জবাব দিয়েছে মুম্বাই পুলিশ। তারা বলছে, শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে প্রাথমিক যা যা অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ আছে।
গত বছরের জুলাইয়ে বেআইনিভাবে পর্ন তৈরি ও অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন রাজ। দুমাস হেফাজতে থাকার পর জামিন পান তিনি।
গত ২০ আগস্ট এ মামলা থেকে রাজের রেহাই চেয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত পাটিল। ওই আবেদনে বলা হয়, হটশটস নামের ওই অ্যাপে থাকা পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও থেকে রাজ কোনো রকম অর্থ লাভ করেননি।
মুম্বাই পুলিশের দাবি, রাজকে নির্দোষ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। তাই তাকে রেহাই দেওয়া উচিত হবে না। তারা জানায়, অভিযুক্ত উন্মেষ কামাতের থেকে উদ্ধার মোবাইলফোনে রাজের বানানো একটি ওয়াটসঅ্যাপ গ্ৰুপ পাওয়া যায়। সেখানে হটশটসের কাজ নিয়ে নানা ধরনের আলোচনা চলতো।
রাজের আরও দুই সঙ্গীর কথা জানায় মুম্বাই পুলিশ। তাদের দাবি, সৌরভ কুশওয়া বলে এক ব্যক্তির সঙ্গে ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ বলে একটি সংস্থা চালাতেন রাজ। হটশটসে ছবি ও ভিডিও আপলোড করাই ছিল সেই সংস্থার প্রধান কাজ। সৌরভ ও রায়ান থর্প নামে এক ব্যক্তিকে অ্যাপের ভিডিও আপলোড করার দায়িত্ব দিয়েছিলেন রাজ।
শুধু তাই নয়। আবেদনে আরও বলা হয়, রাজের সহকারী কামাতকে দেশ-বিদেশ থেকে নানা যৌন উত্তেজক ভিডিও পাঠানো হতো। ই-মেলের মাধ্যমে সেগুলো কেনরিল লিমিটেড নামক এক কোম্পানিকে পাঠাতেন তিনি। রাজকে জানিয়েই নাকি চলতো এ ভিডিও পাঠানোর কাজ।