1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

এবার ভুটানকে হারালো বাংলাদেশ

  • আপডেট টাইম :: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে ভুটানকে। টানা দুই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে যাওয়ার পথে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ইয়েমেন। রোববার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইয়েমেন।

আজ ভুটানের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় ডান প্রান্ত থেকে আসাদুলের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান নাজিম উদ্দিন। অবশ্য শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু নিশ্চিত কয়েকটি গোল তারা করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধেও তারা সুযোগ মিসের মহড়া দেয়। অগোছালো ফুটবল খেলে পল স্মলির শিষ্যরা। তবে ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় লাল-সবুজের জার্সিধারীরা। এ সময় ইমরান খানের ফ্রি কিক থেকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বয়সভিত্তিক এএফসি কাপে বাংলাদেশ পুরুষ দল (অনূর্ধ্ব-১৬) সর্বশেষ ২০০৭ সালে চূড়ান্ত পর্বে খেলেছিল। অনূর্ধ্ব-২০ দল সর্বশেষ ২০০২ সালে ফাইনাল রাউন্ডে লড়েছিল। এবার অনূর্ধ্ব-২০ দল গোল গড়ে বাহরাইনের কাছে পিছিয়ে থেকে কোয়ালিফাই করার সুযোগ হারায়। ফলে এখন অনূর্ধ্ব-১৭ দলের সামনে সুযোগ এএফসির আসরে চূড়ান্ত পর্বে খেলার অপেক্ষার অবসানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com