স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেবারিট ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ইসরায়েলি ক্লাব মাকাবি হাইফা। নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে ইসরায়েলি ক্লাবটি।
২০ বছর পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ জিতলো হাইফা। ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন ওমর আতজিলিস। স্যামি ওফার স্টেডিয়ামকে বলতে গেলে একাই নাচিয়ে ছেড়েছেন ওমর।
এই পরাজয়ের ফলে জুভেন্টাসের দ্বিতীয় রাউন্ডে ওঠাটাই শঙ্কার মধ্যে পড়ে গেলো। ৪ ম্যাচে তাদের অর্জন কেবল ৩ পয়েন্ট। ১টিতে জিতেছে তারা, হেরেছে ৩টিতে। এইচ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে পিএসজি রয়েছে শীর্ষে এবং বেনফিকাও সমান পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জুভেন্টাস। মাকাবি হাইফার পয়েন্টও ৩।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনোই জুভেন্টাস তাদের প্রথম চার ম্যাচের তিনটিতে হারেনি। কিন্তু মাকাবি হাইফার বিপক্ষে তাদের জয় পাওয়াটা ছিল অবধারিত। কিন্তু শেষ পর্যন্ত হেরেই দেশে ফিরে আসতে হলো তাদের।
ম্যাচের সপ্তম মিনিটেই সফরকারী জুভেন্টাসকে থমকে দিয়েছেন ওমর আতজিলি। এরপর ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
শুধু তাই নয়, এই পরাজয়ের ফলে জুভদের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির ওপর দারুণ চাপ তৈরি হয়েছে। সিরি-আ তেও তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। কারণ, লিগ টেবিলে তারা রয়েছে আট নম্বরে। যদিও ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলি বলেছেন, কোচের চাকরি হুমকির মুখে নয়।
যদিও অ্যাগনেলি স্কাই স্পোটসকে বলেছেন, ‘আজকের দিনটি আমাদের জন্য খুব কঠিন। আমি সত্যিই এই হারে লজ্জিত। আমি খুবই রাগান্বিত হয়ে আছি। অ্যালেগ্রি মৌসুমের শেষ পর্যন্ত আছেন। এই পরাজয় শুধুমাত্র কোচের ভুলে নয়। এই পরিস্থিতিতে একজনকে দায়ী করা হবে বোকামি। এটা পুরো দলের ব্যর্থতা।’
সংযুক্ত সময়ে ম্যাচে সমতা ফেরান আন্তোনিয়ো রুডিগার। সান সিরোতে চমক দিয়েছে চেলসি। তারা ফিরতি সাক্ষাতেও ২-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। গোল করেন জর্জিনহো এবং আবুমেয়ং। এফসি কোপেনহাগেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যাঞ্চেস্টার সিটি। মাক্কাবি হাইফা ২-০ গোলে হারিয়ে দিয়েছে জুভেন্টাসকে।