1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

অ্যাটলেটিকোকে রুখে ব্রুগের ইতিহাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : এবার ইউরোপ সেরার মঞ্চে চমক দেখাচ্ছে ক্লাব ব্রুগে। চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে টানা তৃতীয় ম্যাচ জেতার পর বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে ইতিহাস গড়লো তারা।

‘বি’ গ্রুপে চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে ব্রুগে। তাতে দুই ম্যাচ হাতে রেখেই নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে তারা। ২০১৫-১৬ সালে গেন্তের পর প্রথম বেলজিয়ান দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে ব্রুগে।

অন্যদিকে ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় অ্যাটলেটিকো। চার ম্যাচে ৪ পয়েন্ট তাদের, বেলজিয়ান দলটির চেয়ে ছয় পয়েন্ট ও পোর্তোর (৬) থেকে ২ পয়েন্ট পেছনে। গত নয় আসরের আটটিতেই তারা শেষ আটে উঠেছিল। এই প্রতিযোগিতায় তারা টানা তিন ম্যাচ জয়ের দেখা পেলো না স্প্যানিশ জায়ান্টরা।

বার্সা থেকে অ্যাটলেটিকোর সঙ্গে স্থায়ী চুক্তি হওয়ার পর প্রথমবার খেলতে নেমে আন্তোয়ান গ্রিয়েজম্যান মেট্রোপলিটানো স্টেডিয়ামে জ্বলে উঠতে পারেননি। দলকে এগিয়ে দেওয়ার সেরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরাসি স্ট্রাইকার। গ্রিয়েজম্যান এনিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা ৯ ম্যাচ গোল করতে পারলেন না। এক মাসেরও বেশি আগে সেপ্টেম্বরে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পোর্তোর বিপক্ষে শেষবার গোল করেন।

এছাড়া আলভারো মোরাতা গোলকিপার সিমোন মিগনোলেটের মুখে মারেন বল, পরে গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এছাড়া ম্যাথিউস কুনহাও যোগ করা সময়ে গোল করতে ব্যর্থ হন।

লিভারপুলের সাবেক কিপার মিগনোলেট পুরো ম্যাচ জুড়ে অ্যাটলেটিকোর কয়েকটি আক্রমণ থামান। ম্যাচ শেষে উত্তেজনায় ভাসছিলেন তিনি, ‘এটা একটা স্বপ্ন! শেষ পর্যন্ত আমরা লড়াই করেছিলাম এবং আমরা জিতলাম। আগের বছরগুলোতে আমাদের পক্ষে ছিল না। আমাদের মনে হচ্ছিল এই বছর ভিন্ন কিছু হবে এবং এখন আমরা পারলাম। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়, দেখা যাক কতদূর যেতে পারি।’

গত সপ্তাহে ব্রুগে অ্যাটলেটিকো ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ১৪তম জয় পেয়েছিল, প্রতিযোগিতায় এটি কোনও বেলজিয়ান ক্লাবের রেকর্ড। অ্যান্ডারলেখটের আগের কীর্তি ছাপিয়ে গেছে তারা।

পরের পর্বে ব্রুগে পোর্তোকে এবং অ্যাটলেটিকো লেভারকুসেনের সঙ্গে খেলবে।

এদিকে ‘ডি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে ১০ জনের আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শেষ ষোলোর আরও কাছে টটেনহ্যাম হটস্পার। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

স্পোর্তিং সিপির মাঠে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে মার্সেই। তাতে সমান ৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পর্তুগিজ ক্লাবকে টপকে দুইয়ে ফরাসি ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com