1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

লড়াই জমিয়ে জিতলো নেদারল্যান্ডস

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লড়াই জমিয়ে জয় পেয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নামা সংযুক্ত আরব আমিরাতকে প্রথমে তারা ১১১ রানের মধ্যে আটকে রাখে। এরপর ৭ উইকেট হারিয়ে শেষ ওভারে জয় তুলে নেয়।

এদিন ছোট ছোট জুটি গড়ে দলীয় সংগ্রহকে এগিয়ে নিতে থাকে নেদারল্যান্ডস। তাতে ১৯ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৭ উইকেটে ১০৬ রান। জিততে শেষ ওভারে তাদের প্রয়োজন হয় ৬ রান। প্রাণান্তকর চেষ্টা করে পঞ্চম বলে গিয়ে ৩ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

ব্যাট হাতে ডাচদের ম্যাক্স ও’ডৌড ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া কলিন আকারমান ১৭, অধিনায়ক স্কট এডওয়ার্ডস অপরাজিত ১৬ ও টিম প্রিংলি ১৫ রান করেন।

বল হাতে আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকী ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

তার আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আরব আমিরাতও। কেবল টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান পান। তাদের মধ্যে মুহাম্মদ ওয়াসিম ১ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া বৃত্ত অরবিন্দ ১৮, কাশিফ দাউদ ১৫ ও চিরাগ সুরি ১২ রান করেন। বাকিদের রান ছিল ২, ৪, ১, ৫, ০, ০। তাতে ৮ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি আমিরাত।

বল হাতে নেদারল্যান্ডসের বাস ডি লিড ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আর ফ্রেড ক্লাসেন ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৪ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন নেদারল্যান্ডসের ডি লিড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com