1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

আমিরাতকে গুঁড়িয়ে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। পুঁচকে নামিবিয়ার কাছে লঙ্কানরা হেরে যায় ৫৫ রানে। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৭৯ রানের বড় ব্যবধানে।

নেট রান রেট এগিয়ে আনতে এই ম্যাচে কমপক্ষে ৬১ রানে জিততে হতো এশিয়ার চ্যাম্পিয়নদের। সে যাত্রায় তারা জয় পেয়েছে ৭৯ রানে।

এদিন গ্রিলংয়ে শ্রীলঙ্কা আগে ব্যাট করে পাথুম নিসাঙ্কার ৬ চার ও ২ ছক্কায় করা ৭৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫২ রান তোলে। জবাবে ১৭.১ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট হয় আমিরাত।

শ্রীলঙ্কার বোলিং তোপের মুখে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে আমিরাতের ব্যাটসম্যানরা। ৩০ রানে যেতেই নাই হয়ে যায় ৫ উইকেট। দলীয় সংগ্রহ অর্ধশতক পেরোনের পর (৫৬ রানে) উইকেট হারায় ৯টি! শেষ দিকে পেসার জুনায়েদ সিদ্দিকী ১ চার ও ১ ছক্কায় ১৮ রানের ইনিংস খেললে দলীয় সংগ্রহ ৭০ পেরোয়। শেষ পর্যন্ত ১৮তম ওভারের প্রথম বলে তিনি আউট হলে ৭৯ রানের হার নিশ্চিত হয় মধ্যপ্রাচ্যের দেশটির।

ব্যাট হাতে জুনায়েদ ছাড়া সর্বোচ্চ ১৯ রান করেন আয়ান আফজাল খান। ১৪টি রান আসে চিরাগ সুরির ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ১ মেডেনসহ ৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। দুষ্মান্থে চামিরা ৩.৫ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। মাহিশ থিকশানা ৩.১ ওভারে ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট।

তার আগে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলেন পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিস। এই জুটি ভাঙার পর নিসাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা ৫০ রানের জুটি গড়েন। ৯২ রানে ধনঞ্জয়া ফেরার পর কার্তিক মায়াপ্পন হ্যাটট্রিক করে কাঁপন ধরিয়ে দেন লঙ্কান শিবিরে। ১১৭ রানের সময় তিনি একে একে ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা ও দাসুন শানাকাকে ফেরান। তবে নিসাঙ্গা দৃঢ়হাতে ব্যাট করতে থাকেন। শেষ ওভারের পঞ্চম বলে তিনি ৬ চার ও ২ ছক্কায় ৭৪ রান করে আউট হলে লঙ্কানরা ৮ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায়।

মায়াপ্পন ছাড়া ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন জহুর খান। ম্যাচসেরা হন নিসাঙ্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com