1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

শেরপুর : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেলে শেরপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য।

শনিবার বিকেলে শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণ’ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এতে আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ইভটিজিং, মাদক ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড হ্রাস পেয়েছে। এ প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে অনেক সমস্যার সমাধান করেছে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর চাপও কমেছে। আশা করা যায়, কমিউনিটি পুলিশিংয়ের সেবার মাধ্যমে শেরপুর জেলা মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে ওঠবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

এর আগে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন চিত্র সম্বলিত ‘বঙ্গবন্ধু গ্যালারীর’ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!