হবিগঞ্জ: নবীগঞ্জে বাস চলাচলে বাধা দেওয়া এবং মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলা শহর থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ফলে অতিরিক্ত ভাড়ায় বাধ্য হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
হবিগঞ্জ বাস টার্মিনালে সুরুজ মিয়া নামের এক যাত্রী দুপুরে বলেন, ‘অনেকেই শুক্রবার ছুটির দিনে বাড়িতে আসেন। পরিবহন ধর্মঘটের কারণে তারা যাতায়াত করতে পারছেন না। মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
মো. নূর আলম নামের অপর এক যাত্রী বলেন, ‘শুক্রবার মাদরাসা বন্ধ থাকায় মায়ের সঙ্গে মৌলভীবাজার নানাবাড়ি যেতে বাস টার্মিনালে আসি। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেতে পারছি না।’
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যাতে সিলেটে বিভাগীয় সমাবেশে যেতে না পারে সেজন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। কিন্তু ধর্মঘটের মাধ্যমে মানুষকে আটকানো যাবে না। এর আগে সিলেটের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন আশা করছি এবার আরও বেশি মানুষ সমাবেশে জমায়েত হবেন।
তিনি বলেন, এখন শুধু নেতা কর্মীর নয়, আমাদের আন্দোলনে সাধারণ মানুষও যুক্ত হয়েছেন। সিলেটে আমাদের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।’
হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, ‘মূলত নবীগঞ্জে বাস চলাচলে প্রশাসনের বাধার কারণে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এখানে সব দলেরই বাস মালিক ও শ্রমিক আছেন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।