1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে ৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০

বান্দরবান : বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে জেলার সাতটি উপজেলা রুমা থানচি রোয়াংছড়ি লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি ও সদর উপজেলায় এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতায় দূর্গম অঞ্চলের মানুষের হাতে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় দূর্গম এলাকা থানচিতে নগদ ৫০ হাজার টাকাও বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের সহযোগিতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করতে জীবানুণাশক হাত ধোয়ার এ উপকরণ বিতরণ করি এবং থানচি বেশী দূর্গম এলাকা হওয়ায় সেখানে আমরা নগদ ৫০ হাজার টাকাও বিতরণ করেছি। যেহেতু গণজমায়েত নিষেধ তাই আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করেছি। উপজেলা প্রশাসন বাড়ি বাড়ি মানুষকে এসব উপকরণ পৌছে দেবে। আমরা বান্দরবানের সাতটি উপজেলায় ৮ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এরমধ্যে রুমায় ৮০০টি, রোয়াংছড়িতে ৭০০টি, থানচিতে ৮০০টি, লামায় ১ হাজার, আলীকদমে ৮০০টি, নাইক্ষ্যংছড়িতে ৭০০টি এবং পৌর ও সদর উপজেলায় বাকীগুলো বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান সোহাগ, উপদেষ্টা আনিসুর রহমান সুজন ও মহিউদ্দীনসহ সংগঠনের নেতাকর্মীরা।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com