1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

মেসিদের উজ্জীবিত করতে গান বানালো আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাইতো মেসির জন্য বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে কাতার এসেছে আর্জেন্টিনা দল। কিন্তু বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে তারা। বিশ্বকাপে কখনো জয় না পাওয়া সৌদি আরবের কাছে হেরে যায় ২-১ গোলে।

এই হার তাদের ঠেলে দিয়েছে খাদের কিনারায়। পরের রাউন্ডে যেতে হলে তাদের পরবর্তী দুটি ম্যাচেই ভালো করতে হবে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে মেক্সিকো ও পোল্যান্ডের মতো দল।

গানের শিরোনাম ‘ইন লেস দ্যান আ মিনিট, আই ক্রাই অ্যান্ড লাফ’ (এক মিনিটেরও কম ব্যবধানে আমি হাসি এবং কাঁদি)।

গানটির রিলিক্স ঠিক এরকম—
‘ইন লেস দ্যান আ মিনিট (এক মিনিটেরও কম সময়ে),
আই ক্রাই অ্যান্ড লাফ (আমি হাসি এবং কাঁদি),
দ্য হার্ট বার্নিং লাইক সান (হৃদয় জ্বলে-পুড়ে যাচ্ছে),
অ্যাই ক্লোজ মাই আই’জ (আমি চোখ বন্ধ করে আছি),
অ্যান্ড আস্ক হেভেন (ভালো কিছুর প্রত্যাশায়),
অ্যান্ড হোয়্যারএভার ইউ গো (তোমরা যেখানেই যাও)
ইউ নো অ্যাই অ্যাম উইথ ইউ (আমরা তোমাদের সঙ্গে আছি),
অ্যান্ড ইভেন ইফ ইটস ক্লাউডি (এমনকি তোমাদের কঠিন সময়েও),
আওয়ার স্কাই ইজ অলওয়েজ ব্লু (আমাদের আকাশ সব সময়ই নীল),
ইউ আর রেসপনসিবল ফর মাই জয় (আমাদের আনন্দিত করা তোমাদের দায়িত্ব)।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!