ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে আছমত আলী (৮০) নামের এক বৃদ্ধ প্রতিপক্ষ ভাতিজা করিমের হামলায় খুন হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছমত আলী ওই গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে।
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে পাইকুড়া গ্রামে প্রতিবেশী করিম মিয়া ও আছমত আলীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে করিম মিয়ার লোকজন বৃদ্ধ আছমত আলীকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহত আছমত আলীর স্ত্রী ছমিরন বাদী হয়ে করিম মিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল শেষে মঙ্গলবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের জয়নাল আবদীন নামে একজনকে আটক করা হয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক