1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

ভারতে বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চলতি বছর তাপপ্রবাহ ও বজ্রপাতের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো বেড়েছে। দেশটিতে চলতি বছর বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু হয়েছে বলে ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় পার্লামেন্টে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছর ভারতে তাপপ্রবাহ আট গুণ বেশি ছিল। সব মিলিছে বছরে ২৭ বার তাপপ্রবাহ এবং ১১১ বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। একই সময় বজ্রঝড় পাঁচ গুণের বেশি বেড়েছে এবং এই সংখ্যা ছিল ২৪০। বিজ্ঞানীরা এ ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

গত মাস পর্যন্ত এই ধরনের ঘটনার কারণে চলতি বছর ২ হাজার ১৮৩ জন মারা গেছে। বজ্রপাত, বন্যা ও ভারী বৃষ্টিপাত এই বছর ৭৮ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। প্রায় ১৪০ কোটি মানুষের দেশটিতে গত মার্চে এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল এবং এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল।

গত আগস্টে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে বর্ষা মৌসুমে তাপমাত্রা চলতি শতাব্দিতে বেড়েছে এবং দেশটিতে ভবিষ্যতে আরও ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিতে পারে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন দূষণকারী, যদিও এর মাথাপিছু নির্গমন অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!