নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে রেখে দেওয়া ধানের স্তুব ও স্তুব রক্ষায় রেখে দেওয়া কলাগাছে পিছলে পাশের উল্টে গিয়ে এক পা বিচ্ছিন্ন ও আরেক পা থেতলে ছিন্নভিন্ন হয়েছে আব্দুল গফুর নামে ত্রিশ বছর বয়সী এক রাইস মিল শ্রমিকের। বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ওই শ্রমিক।
শনিবার (১৮ মে) রাত আটটার দিকে ওই মহাসড়কের নয়াবিল বাজারের অদূরে হাতিপাগার ভাঙার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে ধান মাড়াই, সেদ্ধ, ধান-খড় শুকানো এবং সবশেষ রাতের বেলায় রাখা হচ্ছে স্তুব করে। রাস্তার অর্ধেক অংশজুড়ে ধান আর খড়ের স্তুব ছাড়াও ফেলে রাখা হচ্ছে গাছের গুড়ি, ইট ও বাঁশের মতো ফাঁদ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
শনিবার রাত আটটার দিকে নালিতাবাড়ী শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে নাকুগাঁও মহাসড়ক দিয়ে তন্তর গ্রামের ফিরছিল আবু সাইদের অটোরিকশা। পথিমধ্যে হাতিপাগার ভাঙার কাছে পৌছলে সামনে আকস্মিক ধানের বড় একটি স্তুব পথ আটকে দেয়। তাৎক্ষণিক ডানে গিয়ে চালক অটোরিকশাটি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পিছলে উল্টে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকে ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রী আব্দুল গফুর চাপা পড়ে ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয় এবং অপর পা ছিন্নভিন্ন হয়ে থেতলে যায়। ক্ষতিগ্রস্ত হয় অটোরিকশাটি। রাস্তায় ভেঙে যাওয়ার পায়ের হাড়গোড় পড়ে থাকে। এসময় তাৎক্ষণিক গুরুতর অবস্থায় আব্দুল গফুরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার তাকে সেখান থেকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পথচারীরা জানান, ওই এলাকার মেহেদী হাসান বাবু রাস্তার উপর ধান মাড়াই করে মহাসড়কের অর্ধেক জায়গাজুড়ে রাতে ধান স্তুব করে রাখে। পরে ওই ধান রক্ষায় আবার কলা গাছের টুকরো ফেলে রাখে। ফলে অটোরিকশাটি আকস্মিক বাধাগ্রস্ত হয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নাকুগাঁও স্থলবন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেন, ধানের মৌসুম এলেই মহাসড়ক দখল করে আশপাশের কৃষকরা ধান মাড়াই, সেদ্ধ শুকানো এবং খড় শুকানো থেকে স্তুব করে রেখে দেন। ফলে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। বারবার মানা করলেও কৃষকরা মানেন না। এসময় তারা কর্তৃপক্ষের প্রতি মহাসড়ক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবীও জানান। এদিকে দুর্ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্র্শন করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী হাসপাতালের চিকিৎসক ফাহাদ রহমান জানান, দুটি পা অকেজো হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।