নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলায় একসাথে ৪টি বকনা বাছুর জন্ম দিয়েছে শঙ্কর জাতের একটি গাভী। উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা গ্রামের কৃষক শফিকুল ইসলামের গাভী আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসব বকনার জন্ম দেয়। ফলে ওই কৃষকের বাড়িতে বাছুরগুলো দেখতে সকাল থেকে উৎসুক মানুষের ভিড় জমেছে।
কৃষক শফিকুল ইসলাম জানান, এক বছর আগে শঙ্কর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনে লালন-পালন শুরু করেন তিনি। এরপর স্থানীয় প্রাণী চিকিৎসকের পরামর্শে গাভীটিকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়। সোমবার সকালে গাভীটির প্রসব ব্যথা শুরু হলে স্থানীয় প্রাণী চিকিৎসক লতিফকে ডেকে আনা হয়। এরপর একে একে ৪টি বকনা বাছুরের জন্ম দেয় গাাভীটি। তিনি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে জানান, গাভীসহ সবগুলো বকনা বাছুর এখন পর্যন্ত সুস্থ আছে।
নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইসহাক আলী জানান, একসাথে ৪টি বাছুরের জন্ম সত্যিই আল্লাহর রহমত। এখনও পর্যন্ত বকনাগুলো সুস্থ আছে। পরবর্তীতে কি যতœ নিতে হবে তার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো জানান, কৃষক শফিকুল ইসলামের গাভী ৪টি বাছুরের জন্ম দিয়েছে শুনে দেখতে গিয়েছি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।