ঢাকা : রাজধানীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এই তথ্য জানিয়েছেন।
এর আগে রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ব্যাপকতা লাভ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ বলেন, ‘বস্তিতে থাকার ঘরের পাশাপাশি ভাঙাড়ির দোকান রয়েছে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি।’
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিস জানিয়েছে।