1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচন করবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মার্চ, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপি নির্বাচন করবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি তাদের নির্বাচন করা উচিৎ। তবে ক্ষমতা বদল করতে হলে জনগণের রায়ে তাদের (বিএনপিকে) নির্বাচন কমিশনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। বিএনপি নির্বাচনে না এসে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ সমুচিত জবাব দেবে।’
আওয়ামী লীগের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এমনকি নির্বাচন হতে দেবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ষড়যন্ত্র কিংবা ক্যান্টমেন্টের শক্তি দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না মন্তব্য করে তিনি বলেন, আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষময়তায় এসেছিল কিংবা ক্যান্টমেন্টের শক্তির দিয়ে যারা ক্ষমতায় এসেছিল সেই সব সরকারকে আমাদের আদালত অবৈধ ঘোষিত করেছে এটা দেশের মানুষ জানে। আইন ও আমাদের মানুষ বুঝে যে ক্ষমতার বদল করতে হলে তাকে জনতার রায় নিতে হবে। জনতার রায় সেই নির্বাচনের মাধ্যমেই। আমরা মনে করি, নির্বাচন কমিশন খুব শীঘ্রই নির্বাচনের সিডিউল ঘোষণা করবে এবং সেখানে তারা (বিএনপি) আসবে কি আসবেনা সেটা তাদের ব্যাপার। আমি আগেই বলেছি; রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে আসা উচিৎ। আর তারা কি থ্রেট (হুমকি) দিলো, এটা বাংলাদেশর মানুষ কোন দিনই এসমস্ত আস্ফলন কিংবা কোন কিছুই তোয়াক্কা করে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় পিচলাভিং, তারা সবসময় শান্তি চায়, সমৃদ্ধি চায়, উন্নয়ন চায় যেটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়ে গেছেন। আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়। সারা বাংলাদেশের প্রতি জায়গার মানুষ মনে করেন যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন দেশ এগিয়ে যাবে। কাজেই এ সমস্ত ভয়ভীতি দেখিয়ে বিএনপি নির্বাচন বানচাল করবে আর এ দেশের মানুষ বসে থাকবে এটা কোন সুষ্ঠ কথা হতে পারে না।’
নীলফামারীর চিলাহাটি স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল বলেন, এটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। আর বন্দর কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে নয় এটির কর্তৃপক্ষ হচ্ছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিনে শুধুমাত্র ইমিগ্রেশন। এখানকার পোর্ট হলো আমাদের নৌ পরিবহণ মন্ত্রীর অধিনে। যে কোন পোর্ট স্থল বন্দর হোক কিংবা জলবন্দরই হোক সবই নৌ পরিবহণ মন্ত্রীর। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে শুধু ইমিগ্রেশন। কাজেই নৌ পরিবহণমন্ত্রী যে দিনই বলবেন সে দিনই আমার মন্ত্রণালয় থেকে এখানে ইমিগ্রেশন চালু হয়ে যাবে।’
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর পুলিশ লাইন্সে মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে  যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান-পিপিএম এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, রংপুরের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা আওয়ামী লীগ সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!