1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৯

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে বিধ্বংসী ঝড় এবং টর্নেডো আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এই ঝড়ে অন্তত ৯ জন নিহত, আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ঝড়ের কারণে বহু মানুষ বাড়িতে আটকা পড়েছে এবং ব্যবসা-বাণিজ্য ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

শুক্রবার অন্তত সাতটি রাজ্যে ছোট আকারের ৫০টিরও বেশি টর্নেডোর তথ্য রেকর্ড করা হয়েছে। রাজ্যগুলোর মধ্যে আরকানসাসে ঝড়ের কারণে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

রাজ্য পুলিশ সার্জেন্ট ম্যাট আমেস জানিয়েছেন, ইন্ডিয়ানাতে শুক্রবার রাতে ঝড়ের আঘাতে তিন জন নিহত হয়েছে। ঝড়ে ইন্ডিয়ানাপোলিসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৯৫ মাইল দূরে অবস্থিত সুলিভান শহরের কাছে বাড়িঘর এবং একটি স্বেচ্ছাসেবক দমকল বিভাগের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, আলাবামার ম্যাডিসন কাউন্টিতে এক ব্যক্তি মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, আহত অন্তত ৫০ জনকে কাউন্টির হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার লিটল রক এলাকায় টর্নেডো আঘাত হেনেছিল। টেনেসির কোভিংটনে শুক্রবার টর্নেডোর আঘাতে আহত আরও পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!