1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে ট্রাম্প

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক পর্নো তারেকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ এপ্রিল) তিনি ম্যানহাটান কোর্টহাউসে হাজির হবেন বলে আশা করা হচ্ছে। এর একদিন আগেই নিউইয়র্কে পৌঁছেছেন এ রিপাবলিকান নেতা।

সাবেক পর্নো তারকার মামলায় আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন ট্রাম্প। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি মামলার আসামি হলেন।

স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নেমেছিল ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুস দিয়েছিলেন ট্রাম্প।

jagonews24ব্যক্তিগত প্লেনে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে গেছেন ট্রাম্প। ছবি সংগৃহীত

তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি ব্র্যাগকে ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্ক সিটিতে পৌঁছানোর পর ট্রাম্প টাওয়ারে তার আইনজীবী সুসান নেচেলেস এবং জো টাকোপিনার সঙ্গে দেখা করেছেন। ট্রাম্পের আইনি দলে নতুন সদস্য টড ব্ল্যাঞ্চ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন কি না তা নিশ্চিত নয়।

ট্রাম্পের অন্যতম প্রতিনিধি অ্যালিনা হাব্বা নিউইয়র্কে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং আগামীকাল (মঙ্গলবার) যা করতে হবে, তার জন্য প্রস্তুত।

jagonews24ট্রাম্প টাওয়ারের সামনে পুলিশের সতর্ক পাহারা। ছবি সংগৃহীত

ট্রাম্প ম্যানহাটনে ন্যায্য বিচার পাবেন কি না জানতে চাইলে অ্যালিনা বলেন, না। আমি মনে করি, এটি খুব কঠিন। আমি এই রাজ্যের ওপর বিশ্বাস রাখতে চাই। কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে তার জন্য কাজ করছি এবং নিউইয়র্কের আদালতে গিয়েছি। আমি বলতে পারি, এটি অন্য কারও প্রতিনিধিত্ব করার মতো নয়।

নিউইয়র্ক সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারক জুয়ান মার্চান সোমবার রাতে এক আদেশে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগের শুনানি সম্প্রচারের জন্য মিডিয়ার অনুরোধ ছিল। কিন্তু সেটি সম্ভব নয়। বিচারক অল্প কিছু সময়ের জন্য শুনানি কক্ষের ছবি তুলতে অনুমতি দেবেন। এর পরে শুরু হবে শুনানি।

জুয়ান মার্চান বলেছেন, এই শুনানির সঙ্গে উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয় জড়িত। এটি কোনোভাবেই বিতর্কিত হতে পারে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের অভিযুক্তি জনসাধারণের অতুলনীয় আগ্রহ ও মিডিয়া মনোযোগ সৃষ্টি করেছে। জনগণ সঠিকভাবে উপলব্ধ সবচেয়ে সঠিক ও সবশেষ তথ্যের জন্য ক্ষুধার্ত। তাদের অন্য কিছু দেওয়া হবে কপটতা।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!