কলাপাড়া (পটুয়াখালী) : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়কে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কর্মহীন মানুষের দুয়ারে খাদ্য সহায়তা নিয়ে ছুটছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য আলহাহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মুহিব।
চলমান করোনা দুর্যোগে তার নিজ নির্বাচনী এলাকায় প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে কর্মহীন হয়ে পরা দুঃস্থ ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে যাচ্ছেন তিনি। সকাল থেকে রাত অবধি এসব মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে পৌছে দিচ্ছেন খাদ্য সহায়তা। বিতরণ অব্যাহত রেখে মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়ার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ৫টি আবাসন পল্লীতে দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ ও সাবানসহ খাদ্য উপকরণ বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ সঙ্কট মোকাবেলায় শেষ মুহুর্ত পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন বলে জানান সংসদ সদস্য অধ্যক্ষ মো: মুহিব।
– রাসেল কবির মুরাদ