শেরপুর : শেরপুর জেলায় শিশুসহ আরও দু’জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা গেছে, এদের একজন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ১০ বছর বয়সী শিশু। অপরজন ঝিনাইগাতি উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স চালক (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট এসে পৌছায়। এ নিয়ে শেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল চার-এ।
এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চতূর্থ শ্রেণির নারী কর্মচারী ও শেরপুর সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের এক অটো চালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ বলে সণাক্ত হয়। তবে তারা শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে এখনও পর্যন্ত সুস্থ আছেন।