1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

ঝিনাইগাতিতে আরও একজন করোনায় আক্রান্ত: জেলায় মোট আক্রান্ত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতিতে আরও একজনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, উপজেলার মনিকুড়া গ্রামের বোরহান উদ্দিন (৪০) এর নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শুক্রবার জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার একই উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স চালক মাফাজ উদ্দিন (৪০) এর নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ পজেটিভ আসে। এছাড়াও একই দিন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ১০ বছর বয়সী শিশু তৌহিদের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।
এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চতূর্থ শ্রেণির নারী কর্মচারী ও শেরপুর সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের এক অটোচালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ বলে সণাক্ত হয়। তবে তারা শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে এখনও পর্যন্ত সুস্থ আছেন। সবমিলে শেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল পাঁচ-এ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com