1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ না করলে নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত হবে না: ইশরাক রাজধানীতে স্বস্তির বৃষ্টি মার্কিন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম অতিরিক্ত ভাড়া আদায়, পটুয়াখালীতে ৭ বাসকে ৫৪ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঈদের ছুটিতেও শরনখোলা মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীকে বিশেষ ভূমিকা রাখতে হবে : ড. নিম চন্দ্র ভৌমিক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, সেই কারণেই প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে জাতীয় ঐক্য। আর এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।
শুক্রবার (২৭ ডিসেম্বর) তোপখানার সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে মহান বিজয় দিবস ও জাতীয় বীর শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও আব্দুর কুদ্দুস মাখন স্মরণে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একমাত্র জাতীয় ঐক্যই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্খিত বাংলাদেশ গড়তে।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, আওয়ামী প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠান, নারীনেত্রী লিজা রহমান, সংগঠনের সহ সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
লায়ন গনি মিয়া বাবুল বলেন, জীবনকে বাজি রেখে বঙ্গবন্ধু নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছেন। যার ফলস্বরূপ বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন জাতির ঐক্য করার জন্য ও মুক্তিযুদ্ধে সেই শেখ ফজলুল হক, আব্দুর রাজ্জাক ও আব্দুল কুদ্দুস মাখনের ইতিহাস ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে একটি সঠিক ইতিহাস রচনা করা উচিত। তবেই স্বার্থক হবে আজকের এই আলোচনা সভার।
গোলাম মোস্তফা ভূইয়া বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বে যে যতটুকু ভূমিকা রেখেছিলেন ততটুকুই মূল্যায়ন করে একটি সঠিক ইতিহাস রচনা করার মাধ্যমেই দেশ পাবে আগামীতে একটি সঠিক ইতিহাস। সেই ইতিহাস ধারণ করেই জাতি এগিয়ে যাবে।
সভাপতির ভাষণে এম.এ জলিল বলেন, একজন ডাক্তার ভুল করলে একজন রুগী মারা যায়। আর একজন নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা ভুল করলে জাতি বিপথগামী হয়। তাই আমি বলবো অতীত ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর মত ৬৯, ৭০, ৭১ সনে যেভাবে ঐক্য করেছিল সেই একইভাবে আবার ঐক্য করার মাধ্যমে জাতি পাবে সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত পরিবেশের বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com