হালুয়াঘাট (ময়মনসিংহ) : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশব্যাপি সাধারণ ছুটি ঘোষনা বাস্তবায়ন ও সাধারণ জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শনিবার দুপুরে হালুয়াঘাট উপজেলা প্রশাসন, পৌরসভা ও হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
যৌথ মহড়ায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ, হালুয়াঘাট-
ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, হালুয়াঘাট প্রেসক্লাবের আহবায়ক ও পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ হাতেম আলী, মুহাম্মদ মাসুদ রানা প্রমুখ
এ সময় জনসাধারণকে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
– মাসুদ রানা