নালিতাবাড়ী (শেরপুর) : প্রশাসনের বারবার নিষেধ সত্বেও তা অমান্য করে নির্দিষ্ট সময়ের পর দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশে শনিবার বিকেলে (১১ এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন। এসময় মোট ৮ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় নিত্যপ্রয়োজনী কৃষিপন্য ও ওষুধের দোকান ব্যতীত সকলপ্রকার ব্যবসা প্রতিষ্ঠান বেলা দুইটার পর বন্ধের জন্য নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।