ফুলবাড়ী (দিনাজপুর) : মাহামারি করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে দিনাজপুর ফুলবাড়ী টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা কিডনী সেন্টারের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন বাবু নিজ কার্যালয়ে ১২ জন সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছেন।
এসময় টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনী সেন্টার এর পরিচালক ও আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সাদেকুল ইসলাম, টিএম হেল্থ কেয়ার এন্ড ইমদাদ সিতারা খান কিডনী সেন্টার এর প্রশাসনিক পরিচালক ও গ্রীণল্যান্ড মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক মোঃ মোকারম হোসেন বিদ্যুৎ, টিএম হেল্থ কেয়ারের ম্যানেজার মোঃ সোহাগ হোসেন, স্বকল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম আনছারী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্স, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মোঃ হারুন-উর-রশীদ, সিটি প্রসক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভ্টুু, আমাদের কন্ঠ পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সাধরণ সম্পাদক ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক প্লাবন গুপ্তসহ ১২জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
– আল হেলাল চৌধুরী