আন্তর্জাতিক ডেস্ক : এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি।
মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলাকালীন এই পদদলনের ঘটনা ঘটে। গেট বন্ধ হওয়ার পর বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করছিল। পরে ম্যাচটি স্থগিত করা হয়। লে পদদলিত হওয়ার পর এই বিপর্যয় ঘটে বলে জানা গেছে।
রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, ‘ভক্তদের ঢল নেমেছিল, যারা গেটটি অতিক্রম করেছিল।’
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, এ ঘটনায় ‘বিশদ তদন্ত’ করবে পুলিশ।