1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৩ মে ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গরুর চামড়ার দাম বর্গফুটে ৩ টাকা বাড়ল

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুন, ২০২৩

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আসন্ন কোরবানির ঈদের কোরবানির পশুর চামড়ার মূল‍্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার ঢাকার মধ‍্যে কোরবানির পশুর মধ‍্যে গরুর চামড়ার মূল‍্য ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৪৫ থেকে ৪৮ টাকা, গতবছর যা ৪০ থেকে ৪৪ টাকা ছিল।

রোববার সচিবালয়ে চামড়া খাতের তিন সংগঠনের ব‍্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি চামড়ার নতুন মূল‍্য ঘোষণা করেন। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম তিন টাকা বাড়ানো হলো।

এ সময় বাণিজ্য মন্ত্রী আরো জানান, এবারের ঈদে খাসির চামড়ার ক্রয়মূল‍্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল‍্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় বাণিজ্য মন্ত্রী আরো বলেন চামড়ায় যেন সঠিকভাবে লবণ দেওয়া হয়। সেই সঙ্গে চামড়া যাতে পাচার না হয় যায় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত‍ৎপর থাকার আহবান জানান তিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!