নালিতাবাড়ী (শেরপুর) : করোনাভাইরাসের প্রভাবে নালিতাবাড়ীতে কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে আটা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারাফ হোসেনের উদ্যোগে হোটেল শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতৃবৃন্দের হাতে আটার বস্তা বুঝিয়ে দেওয়া হয়। এসময় সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, হাজী মোশারফ হোসেনের বড় ভাই মোজাম্মেল হক তারাসহ হোটেল শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে সব হোটেল-রেঁস্তোরা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দেড়শ হোটেল শ্রমিক কর্মহীন হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে।