নালিতাবাড়ী (শেরপুর) : নিজ ইউনিয়নের কর্মহীন-অসচ্ছলদের পাশে মানবিক সহায়তা দিতে পাশে দাড়িয়েছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
সোমবার (১৩ এপ্রিল) থেকে তিনি তার জন্মভূমি বাঘবেড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে করোনার কবলে কর্মহীন-অসচ্ছলদের হাতে দুইশ করে টাকা তোলে দিচ্ছেন। ইতিমধ্যেই সোম ও মঙ্গলবার দুই দিন তিনি বিভিন্ন পাড়ায় টাকা বিতরণ করেছেন। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে ইউনিয়নের অসচ্ছলদের মাঝে তিনি নগদ এ অর্থ বিতরণ করবেন।
তিনি জানান, সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি’র পরামর্শক্রমে তিনি নিজ এলাকার অসচ্ছলদের পাশে দাড়িয়েছেন।
অর্থ বিতরণকালে তার সঙ্গে উপজেলা যুবলীগ নেতা মনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক হাসান, সহ-সভাপতি মেহেদী হাসান বিল্লাল প্রমুখ উপস্থিত ছিলেন।