নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক এর যক্ষ্ণা প্রকল্পের স্বাস্থ্যকর্মী সজীব সূত্রধর (৩১) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ল্যাব-এ রক্ষ্ণা নিয়ন্ত্রণে কাজ করতেন। তিনি গড়কান্দা আনসার ক্যাম্প রোডের একটি মেস-এ ভাড়া থাকেন। এর ফলে হাসপাতাল, আনসার ক্যাম্প রোড ও ওই মেসসহ আশপাশের ত্রিশ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ব্র্যাক নালিতাবাড়ী শাখায় যক্ষ্ণা প্রকল্পে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন সজীব সূত্রধর। ব্র্যাক এর এ প্রকল্পটি সরকারের সাথে যৌথভাবে পরিচালিত হওয়ায় মাঠকর্মী সজীব হাসপাতালের ল্যাব-এ আসা-যাওয়া এবং সেখানে কাজ করতেন। সবশেষ আজ (বুধবার) তিনি ল্যাবে আসেন। কয়েকদিন আগে সজীবের সর্দি হলে হাসপাতাল স্টাফদের নিয়মিত নমুনা সংগ্রহকালে তারও নমুনা গত ১৩ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। ওই সময় প্রেরিত ১৭ জন স্টাফের মধ্যে আজ বুধবার সন্ধ্যায় ১৫ জনের রিপোর্ট এলে ওই রিপোর্টে ১৪ জনের করোনাভাইরাস নেগেটিভ আসে। তবে সজীব সূত্রধরের রিপোর্ট পজেটিভ এসেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আজ (বুধবার) পর্যন্ত হাসপাতালে কর্মরত ত্রিশ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে ১৫ জনের ফলাফল পাওয়া গেছে।
এদিকে, সজীব সূত্রধরের করোনা পজেটিভ আসায় হাসপাতালের স্টাফদের মাঝে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা প্রশাসন ওই মেসসহ আশপাশের ত্রিশটি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।