1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অনুমোদনহীন সয়াবিন তেল বাজারজাতকরন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বটতলা বাজারে ঐ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীউল বারী।
বিএসটিআই এর অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করে তেল বাজারজাত করার অপরাধে কারখানা মালিককে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদন না পাওয়া পর্যন্ত সয়াবিন তেল বাজারজাতকরণ ও কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় ময়মনসিংহের বিএসটিআই এর ফিল্ড অফিসার অর্নব চক্রবর্তী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও হেলমেট ও লাইসেন্স না থাকায় কয়েকজন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!