বান্দরবান : বান্দরবানে এ প্রথম করোনা আক্রান্ত রোগী সণাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া এলাকার বাসিন্দা মোখলেসুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজারে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হলে তার রিপোর্ট পজেটিভ হয়। আক্রান্ত ব্যক্তির বয়স ৫৯ বছর। বর্তমানে তিনি কক্সবাজারে আইসোলেশন সেন্টারে রয়েছেন।
বান্দরবান জেলার সিভিল সার্জন ডাঃ অং শৈ প্রু বলেন, কক্সবাজারে পাঠানো ৪১ জন রোগীর স্যাম্পলের মধ্যে একজনের পজেটিভ আসছে। সে ঘুমধুমের বাসিন্দা। এ পর্যন্ত বান্দরবানে ২৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে একজনের পজেটিভ এসেছে।
– এন এ জাকির