শেরপুর : শেরপুর জেলায় প্রথম করোনাভাইরাস সণাক্ত হওয়া দুই নারী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইসোলেশনে থাকাবস্থায় দ্বিতীয় পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা সদর হাসপাতাল থেকে তারা বাড়ি ফিরেন।
করোনা জয়ী এই দুই নারী হলেন- শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চতূর্থ শ্রেণির কর্মচারী (আয়া) ও শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার বাসিন্দা খোদেজা বেগম এবং অপরজন সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের অটোচালকের স্ত্রী শাহিনা বেগম। তাদের সুস্থতার ছাড়পত্র দেয়ার সময় শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনহ সংশ্লিষ্ট চিৎিসকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নমুনা রিপোর্ট অনুযায়ী গত ৫ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত জেলার প্রথম রোগী হিসেবে সণাক্ত হন খোদেজা বেগম ও শাহিনা বেগম। পরে তাদের শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রেখে পরিচর্যা করা হয়।